কুয়েতে হামলায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

কুয়েতে শিয়া মসজিদে হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েত ও বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে বাংলাদেশের সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 05:11 PM
Updated : 27 June 2015, 05:11 PM

শনিবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল হামাদআল সাবাহর কাছে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী এবং বোমা হামলায় হতাহতদের পরিবারের সদস্য এবং সে দেশের ভ্রাতৃপ্রতীম জনগণের প্রতি শোক ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

এই হামলাকে খুবই দুঃখজনক ও উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার জুমার নামাজ শেষে কুয়েতের আল সাবার জেলায় ইমাম আল সাদিক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত এবং ২৭৭ জন আহত হন।

বার্তায় কুয়েত সরকারের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসের নিন্দা জানায় বাংলাদেশ।

শেখ হাসিনা বার্তায় কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদআল সাবাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভ্রাতৃপ্রতীম কুয়েতি জনগণের সুখ ও অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।