চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে লাইসেন্স ছাড়া নোংরা পরিবেশে বেকারি পণ্য ও সেমাই উৎপাদনের দায়ে চার প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 12:28 PM
Updated : 27 June 2015, 12:28 PM

শনিবার চট্টগ্রাম জেলা প্রমাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর বকশিরহাট, চর চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন করায় বকশিরহাট এলাকার আলবেনি ফুডসের মালিক হারুনুর রশিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চর চাক্তাই এলাকার নিউ ভাই ভাই বেকারি মালিক মীর মোহাম্মদ আহসান উল্লাহকে একই অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাক্তাই এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করায় মো. ইদ্রিস খোকনকে ২০ হাজার টাকা এবং একই এলাকার আবদুর রহিমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।