দিনাজপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 11:41 AM
Updated : 27 June 2015, 11:41 AM

বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজমুল হক (৪০) উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৮ মে শিক্ষক নজমুল ওই ছাত্রীকে বিদ্যালয়ের একটি নির্জন স্থানে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ছাত্রীর পরিবার এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

ওসি জাহাঙ্গীর বলেন, অভিযোগটি স্পর্শকাতর হওয়ায় মামলার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া তাৎক্ষণিক তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ পাওয়া গেছে।