এসএসসি, এইচএসসির ফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে ভর্তির জন্য আগামী শিক্ষাবর্ষ থেকে আর পরীক্ষায় বসতে হবে না শিক্ষার্থীদের। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2015, 01:01 PM
Updated : 13 June 2015, 02:48 PM

শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশন এই সিদ্ধান্ত হয়।

এছাড়া কাস শুরুর সময়ও তিন মাস এগিয়ে আনা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে ভর্তি প্রক্রিয়া শেষে প্রতিবছর মার্চ-এপ্রিলের সম্মান শ্রেণির ক্লাস শুরু হত।

সিনেট চেয়ারম্যান ও উপাচার্য ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অধিবেশনে ৫০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।

অধিবেশনে উপাচার্য জানান, ২০১৬ সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন, র‌্যাংকিংয়ের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে পুরস্কৃত করা, এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি, ভর্তি কার্যক্রম এগিয়ে আনা, পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু করা হবে।

এছাড়া ২০১৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে তথ্যপ্রযুক্তিভিত্তিক এবং ২০১৮ সালের মধ্যভাগ থেকে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজটমুক্ত হিসেবে গড়ে তোলার কথা বলেন উপাচার্য।

অধিবেশনে বার্ষিক রিপোর্ট এবং ১৮১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকার রাজস্ব ও ১৬৭ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন বাজেট পাস হয়।