বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ আটক

বেনাপোল সীমান্তে বিরল প্রজাতির ১০৬টি কচ্ছপ আটক করেছে বিজিবি, যেগুলো অবৈধ পথে ভারত থেকে আনা হয় বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2015, 01:53 PM
Updated : 5 June 2015, 01:53 PM

শুক্রবার দুপুরে পুটখালি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একদল চোরাকারবারি কচ্ছপের একটি চালান নিয়ে ভারতের আংরাইল সীমান্ত পার হয়ে পুটখালি অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।

তাদের ফেলে যাওয়া বস্তায় ১০৬টি কচ্ছপ পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা বলে জানান আব্দুল জলিল।

দুপুরে কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রেঞ্জার হেলিম রায়হানের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সুবেদার জলিল।