সংসদে সেই আগের মতোই আবদুল হামিদ

স্পিকার থাকার সময় যেভাবে ছিলেন, রাষ্ট্রপতি হিসেবে সংসদে এসেও সেভাবেই সাংবাদিকদের সঙ্গে কথায় মেতে উঠলেন মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2015, 02:12 PM
Updated : 4 June 2015, 02:12 PM

বাজেট উপস্থাপনের দিন বৃহস্পতিবার আবদুল হামিদ পূর্ব ঘোষণা ছাড়াই সংসদের সাংবাদিক লাউঞ্জে ঢুকে সংসদ বিটে কর্মরত প্রতিবেদকদের খোঁজ নেন।

সংসদ ভবনের ছয়তলায় লাউঞ্জের সামনে দিয়েই অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির বক্সে যেতে হয়।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে মাঝেই সাংবাদিক লাউঞ্জে যেতেন আবদুল হামিদ।

বিকেল সাড়ে ৪টার দিকে লাউঞ্জে ঢোকেন তিনি। পাঁচ মিনিট সবার সঙ্গে কুশল বিনিময় করেন, উপস্থিত সবার খোঁজ-খবর নেন তিনি।  

স্বভাবসুলভ হাস্যরসে সবার সঙ্গে কথা বলেন আবদুল হামিদ।

এক সাংবাদিক এ সময় বলেন, “স্যার,  আপনাকে দেখে মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছেন।”

এ সময় তিনি কৌতুকচ্ছলে নিজের শার্টের বোতাম খুলে বলেন, “আমার বুকের চারপাশই বাঁধা।”

পাঁজরে ব্যথার চিকিৎসার জন্য আবদুল হামিদকে বিশেষ ধরনের ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে।

এ নিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রপতি সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করলেন।

গত বছরের ৫ ফেব্রুয়ারিও সাংবাদিক লাউঞ্জে যান তিনি।