সোনারগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ২, আহত ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৮ জন।

নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জ প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2015, 02:27 PM
Updated : 4 June 2015, 09:00 AM

বুধবার দুপুরে শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনায় নিহতরা হলেন আজিজুল ইসলাম ও মাহবুব (৫০)। আহতদের মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও চালকল শ্রমিকদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, গোবিন্দপুর গ্রামের মোস্তফা মিয়ার মালিকানাধীন ‘গাউছিয়া অটো রাইস মিলে’ দুপুরে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে বয়লাটি উড়ে গিয়ে পাশের ব্রহ্মপুত্র নদে গিয়ে পড়লে তার নিচে চাপা পড়েন একটি ধানবাহী নৌকার মাঝি আজিজুল ইসলাম।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আজিজুলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এছাড়া ঢাকা নেওয়ার পর মারা যান মাহবুব।

ওসি আরও জানান, বিস্ফোরণে আহত হন অন্তত ১৮ জন। তাদের মধ্যে আট জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে মিলের মালিক মোস্তফা মিয়া পলাতক বলে জানান ওসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, আহতদের মধ্যে মান্নান (৪০), রহিম (৩০), সোহেল (২২) ও খোকন (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

এদের মধ্যে খোকনের শরীরের ৪৫ শতাংশ ও অন্যদের ১০-২৫ শতাংশ পুড়ে গেছে।

এছাড়া রাকিব (২২), জুয়েল (৩০) ও চম্পা (৩০) প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চলে গেছেন বলে জানিয়েছেন তিনি।