চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ইফতেখার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল সপ্তদশ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 04:26 PM
Updated : 2 June 2015, 04:37 PM

সোমবার বিকালে এই সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা বিশ্ববিদ্যালয়ে এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি নিজেই জানিয়েছেন।

আগামী ১৫ জুন দায়িত্ব নেবেন তিনি। ওই দিন শেষ হবে বর্তমান উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের মেয়াদ।

ইফতেখার উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।”

ইফতেখার উদ্দিনকে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও নতুন করে উপ-উপাচার্য হিসেবে এখনও কেউ নিয়োগ পাননি।

অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী

২০১৩ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইফতেখার উদ্দিনকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

২০১০ সালের ২৮ নভেম্বর উপাচার্য আবু ইউসুফ অলম মারা যাওয়ার পর পরের বছরের ১৪ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন উপ-উপাচার্য ও বায়োকেমেস্ট্রি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।

এরপর ২০১১ সালের ১৪ জুন ষোড়শ উপচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় আনোয়ারুল অজিম আরিফকে।