হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

হাতকড়াসহ পালিয়ে যাওয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুরের টঙ্গী থেকে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 03:36 PM
Updated : 2 June 2015, 03:36 PM

মঙ্গলবার দুপুরে এ গ্রেপ্তার অভিযানের সময় দুপক্ষের গোলাগুলিতে ওই ব্যক্তি আহত হন বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, বাস্তুহারা এলাকার ৫ নম্বর ব্লক এলাকা থেকে জামাল হোসেন ওরফে গাইট্টা জামাল (৩৫)  গ্রেপ্তার করা হয়।

তিনি জামাল বাহিনীর প্রধান ও পুলিশের সোর্স রাসেল হত্যা মামলার আসামি।

জামালকে গ্রেপ্তার করতে গিয়ে দুপক্ষের গোলাগুলিতে তিনিসহ (আমিনুল) চার পুলিশ আহত হয়েছেন।

গুলিবিদ্ধ জামালকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শক আমিনুল জানান, জামালকে রোববার বাস্তহারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে উঠানোর এক পর্যায়ে কৌশলে পালিয়ে যান তিনি। পরে হাতকড়াটি ৫ নম্বর ব্লকের কবরখানা মসজিদের জানালার পাশ থেকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার গোপন কবর পেয়ে বাস্তুহারার ৫ ব্লকের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।

ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে পায়ে গুলিবিদ্ধ জামাল ছাদ থেকে লাফিয়ে পাশের বাড়ির টিনের চালে পড়ে শুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়।”

টঙ্গী সরকারি হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, জামালের ডান হাঁটুতে গুলির এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।