নকলে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর

গোপালগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নকলে বাধা দেওয়ায় এক শিক্ষককে লাঞ্ছিত করেছে পরীক্ষার্থীরা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 11:07 AM
Updated : 2 June 2015, 11:07 AM

মঙ্গলবার দুপুরে জেলা শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে ওই ঘটনার পর পুলিশ এক পরীক্ষার্থীকে আটক করেছে।

মারধরে আহত সহযোগী অধ্যাপক আবু সাঈদ মিয়াকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষক আবু সাঈদ মিয়া জানান, “গণিত পরীক্ষায় বেশ কয়েকজন ছাত্র নকল ও দেখাদেখি করে পরীক্ষা দিচ্ছিল। আমি তাদেরকে বাধা দিই।”  

পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে বাসায় যাওয়ার জন্য কলেজ গেট থেকে রিকশায় ওঠার পর ৬/৭ জন পরীক্ষার্থী অতর্কিতভাবে তাকে মারপিট শুরু করে।

পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে বলে জানান সাঈদ মিয়া।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, এ ঘটনায় ‘জড়িত’ সুব্রত বিশ্বাস নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।