কংস নদে নৌকাডুবে গৃহবধূর মৃত্যু

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় কংস নদে নৌকা ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 10:51 AM
Updated : 2 June 2015, 02:17 PM

অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বারহাট্টা থানার এসআই আবদুস সাত্তার জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দশধার ঘাটের কাছে তাসকিন পরিবহন নামের নৌকাটি ডুবে যায়।

মৃত দিলরুবা আক্তার (২২) উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। স্বজনরা তার লাশ নিয়ে গেছেন।

তবে, কেউ নিখোঁজ নেই বলে জানান তিনি।

নৌকার যাত্রীদের বরাত দিয়ে এসআই সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি উপজেলার ঠাকুরাকোণা নৌঘাট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের মধ্যনগর যাচ্ছিল।

নৌকায় ২০ জনের মতো আরোহী ছিল।

তিনি জানান, পথে আরও যাত্রী নেওয়ার জন্য দশধার ঘাটের কাছে ভেড়ানোর সময় নৌকাটি কাত হয়ে ডুবে যায়।

এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও দিলরুবা তলিয়ে যান। আরও কিছুক্ষণ পর তার লাশ উদ্ধার করা হয় বলে জানান এসআই সাত্তার।

তিনি জানান, বেশি যাত্রী না থাকলেও অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে নৌকাটি উল্টে গেছে। ঘটনার পরপরই নৌকার মাঝি পালিয়ে গেছে।

দিলরুবার সঙ্গে থাকা তার বোন সেলিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার সময় অন্য যাত্রীদের মতো তারাও নৌকার জানালা দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করেন।

“প্রথমে আমি বের হই। এ সময় আমার হাত ধরেছিল দিলরুবা। এক পর্যায়ে হাত পিছলে যায়। ঠিক ওই সময়ই নৌকাটি উল্টে যাওয়ায় দিলরুবা আর বের হওয়ার সুযোগ পায়নি,” বলেন তিনি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, জেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।