চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ডাকাত দলের সদস্য বলে দাবি করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 09:32 AM
Updated : 2 June 2015, 09:32 AM

চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, মঙ্গলবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান ও কয়েকটি কার্তুজসহ দুটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত আলী আজগরের (৩০) বাড়ি উপজেলার ডুমখালী এলাকায়। তিনি ইনু বাহিনী নামে আন্তঃজেলা ডাকাত দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন।

একই এলাকার বাসিন্দা আহত শেখারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি প্রভাষ বলেন, “ইনু বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের দিকে ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়া শুরুর পর প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে আটক করা হয়।”

দুজনকে চকরিয়া হাসপাতালে নেওয়ার পর আজগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া বন্দুকযুদ্ধের সময় আহত এসআই আলমগীর, কনস্টেবল সিজল পালিত ও নুরুল ইসলামকে চকরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।