মাদারীপুরে আধিপত্যের সংঘাতে দুইজনকে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে এক যুবলীগ কর্মী ও এক মুদি দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 03:51 AM
Updated : 2 June 2015, 05:21 AM

শিবচর থানার ওসি আবদুস সাত্তার জানান, মঙ্গলবার সকালে শিবচরের কুতুবপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - স্থানীয় যুবলীগ কর্মী আরশেদ মাতবর ও মুদি দোকানি শাজাহান দরানী।

ওসি সাত্তার বলেন, এলাকার আধিপত্য নিয়ে কুতুবপুরের আওয়ামী লীগ নেতা আতিক মাতবর ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদারের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। ইব্রাহিমের সমর্থক হিসাবে স্থানীয় ইদ্রিস হাওলাদারের বাড়িতে মঙ্গলবার আতিক মাতবরের পক্ষের কয়েকজনকে দাওয়াত দেওয়া হলে গত দুদিন ধরে সেই দ্বন্দ্ব চরমে ওঠে।

“দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এর মধ্যে আতিক মাতবরের ভাই স্থানীয় যুবলীগ কর্মী আরশেদ মাতবর সকালে বাড়ির পাশের শাজাহান দরানীর দোকানে গেলে ইব্রাহিমের লোকজন তাদের ঘেরাও করে।

“তারা প্রথমে শাজাহানকে গুলি করে হত্যা করে। পরে আরশেদকে পাশের ক্ষেতে নিয়ে গুলি করে মেরে লাশ পুকুরে ফেলে দেয়। পরে এলাকার লোকজন লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়”, বলেন ওসি। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে ওসি জানান।