সরকারি চাকরিতে পৌনে ৩ লাখ পদ খালি

পৌনে তিন লাখ সরকারি পদ খালি রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2015, 12:55 PM
Updated : 1 June 2015, 12:55 PM

জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের প্রথম দিনে রোববার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় ২ লাখ ৭৬ হাজার ৫৮৭টি শূন্য পদ রয়েছে।

ভোলা-৩ আসনে সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, প্রথম শ্রেণির ৪৪ হাজার ৫৪২টি, দ্বিতীয় শ্রেণির ৪১ হাজার ৩২৬টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ২১ হাজার ৪৩৮টি এবং চতুর্থ শ্রেণির ৬৯ হাজার ২৮১টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া।

বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীণ বিভিন্ন দপ্তর-সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে সংশ্লিষ্ট বিভাগ-সংস্থার নিয়োগবিধি অনুযায়ী জনবল নিয়োগ করা হয়ে থাকে।