শাহজালালে ২৪টি স্বর্ণবার আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 03:55 PM
Updated : 30 May 2015, 03:55 PM

প্রতিটি বারে সোনার পরিমাণ ১০ তোলা। টাকার অংকে যার দাম দেড় কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আকতার এ তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সিটের নিচে সিগারেটের কার্টন থেকে এগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে বিমানটিও জব্দ করা হয়েছে।”

কাস্টমসের মহাপরিচালক মঈনুল খান বলেন, “বিমান কর্তৃপক্ষ বিমানটি ছাড়ার জন্য এখনও কোনো ধরনের আবেদন করেনি। তাদের আবেদন পেলে বিমানটি ছাড়ার অনুমতি দেওয়া হবে।”

“তবে শর্ত থাকবে যে, যখনই আমরা বিমানটি আমাদের কাছে হাজির করতে বলবো তখনই নিয়ে আসতে হবে।”