ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের থেকে সবাই জিপিএ-৫ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 03:38 PM
Updated : 30 May 2015, 03:38 PM

বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসিতে ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

শনিবার এক যোগে ফল ঘোষণার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজের সবার জিপিএ-৫ পাওয়ার কথা জানানো হয়।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

যশোর বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সিলেট বোর্ডে সিলেট ক্যাডেট কলেজ এবং বরিশাল বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ বোর্ডে প্রথম স্থান দখল করেছে।

অন্যদিকে রংপুর বোর্ডে রংপুর ক্যাডেট কলেজ দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আর চট্রগ্রাম বোর্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, রাজশাহী বোর্ডে রাজশাহী ক্যাডেট কলেজ এবং কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৩য় অবস্থানে রয়েছে।

এছাড়াও মির্জাপুর ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।