চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ১১ লাখ টাকার ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 03:32 PM
Updated : 30 May 2015, 03:32 PM

শনিবার পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার শাহ আমানত সোসাইটি আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবনের এক ফ্ল্যাট থেকে সরঞ্জামসহ মো. রাশেদুল হককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার রাশেদুল হক বোয়ালখালী থানার পূর্ব গুমদন্ডি এলাকার মো. এখলাছের ছেলে।

র‌্যাব জানায়, কতিপয় ব্যক্তি সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ওই ভবনে ভিওআইপি ব্যবসা করছে-এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রাশেদুল হককে গ্রেপ্তার করা হয়।

পরে রাশেদুল হকের কাছ থেকে তথ্য পেয়ে বাকলিয়া থানার চাক্তাই এলাকার হাজী সোবহান সওদাগরের ভবনের তৃতীয় তলা থেকে আরও কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।