যৌন নিপীড়ন: প্রধানমন্ত্রীর কার্যালয় মুখে পদযাত্রা রোববার

যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণপদযাত্রা করবে ছাত্রদের একটি জোট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 12:58 PM
Updated : 30 May 2015, 12:59 PM

শনিবার যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মে রবিবার দুপুর ১২টায় ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এবং যৌন নিপীড়নের মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

“দুটি দাবি আদায়ে এবং টিএসসিতে বর্ষবরণে যৌন নিপীড়ন থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া যৌন-নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।”

রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যাত্রা শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।