রেল লাইনে ট্রাক, ৬ ঘণ্টা বন্ধ চলাচল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেললাইনে ট্রাক উল্টে থাকায় শনিবার ছয় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 12:36 PM
Updated : 30 May 2015, 12:44 PM

ট্রাকটি সরানোর পর বিকাল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গাজীপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শহীদুল ইসলাম।

বেলা সাড়ে ১১টায় সাতখামাইর স্টেশনের উত্তরে মাইজপাড়া এলাকায় রেললাইনের উপর সিমেন্টবাহী ট্রাকটি বিকল হয়ে পড়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কয়েকটি ট্রেন আশ-পাশের স্টেশনে আটকা পড়ে।

শহীদুল ইসলাম বলেন, “ঢাকা থেকে শ্রীপুরের বরমী বাজার যাওয়ার পথে মাইজপাড়া এলাকায় রেললাইন পার হতে গিয়ে সিমেন্টবাহী ট্রাকটি বিকল হয়ে যায়। পরে রেকার দিয়ে সরানোর সময় ট্রাকটি উল্টে লাইনে পড়ে যায়।”

পরে সিমেন্টের বস্তাগুলো সরিয়ে ট্রাকটি রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়ার পর লাইন সচল হয়েছে।

সাতখামাইর স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, এই দুর্ঘটনার কারণে কাওরাইদ স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস, ভাওয়াল গাজীপুর স্টেশনে ময়মনসিংহগামী ডেমু ট্রেন, গফরগাঁও স্টেশনে কমিউটার এক্সপ্রেস ট্রেন, সাতখামাইর স্টেশনে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, রাজেন্দ্রপুরে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।