গণিতের খারাপ ফলে সিলেট বোর্ডে ফল ‘বিপর্যয়’

এবারের মাধ্যমিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী গণিতে অকৃতকার্য হওয়ায় সিলেট বোর্ডের সিলেট শিক্ষা বোর্ডের ফলে খারাপ হয়েছে।

মঞ্জুর আহমদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 09:33 AM
Updated : 30 May 2015, 10:50 AM

এই বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা- দুটোই কমেছে। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭ দশমিক ৪৬ শতাংশ ও জিপিএ-৫ কমেছে ৮৮৯টি।

এসএসসিতে সিলেট বোর্ডের অকৃতকার্য ১৩ হাজার ৯২ জন শিক্ষার্থীর মধ্যে গণিতে পাশ করতে পারেনি ১০ হাজার ১৭৭ জন শিক্ষার্থী। আর বাকি ১০ বিষয়ে অকৃতকার্য হয়েছে মাত্র ২ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।

শনিবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান। 

তিনি বলেন, “প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত গণিত পরীক্ষায় খারাপ ফলই সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে।

“এর মূল কারণ, সব স্কুলে প্রশিক্ষিত গণিত শিক্ষকের স্বল্পতা রয়েছে। শহরের স্কুলগুলো গণিতে ভাল ফল করলেও গ্রামের স্কুলগুলোতে এ বিষয়ে বেশি হারে ফেল করেছে।”

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “এবার প্রথমবারের মতো গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রথমবারের মত এ প্রক্রিয়া শুরু করতে গিয়ে আমরা ধাক্কা খেয়েছি।”

এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও হরতালের কারণেও প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি।

আব্দুল মান্নান খান, হরতালের কারণে পরীক্ষা পেছানোর কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাঘাত ঘটেছে। ফলে সার্বিক ফলাফলে হরতালের প্রভাব পড়েছে।

গত বছর সিলেটে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ। এবার তা কমে ৮১ দশমিক ৮২ শতাংশে নেমেছে। গতবার ৩ হাজার ৩৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।

এবারের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৭২ হাজার ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৫৮ হাজার ৯৩২ জন।

সার্বিক ফলাফলে সিলেট বোর্ডে প্রথম হয়েছে সিলেট ক্যাডেট কলেজ।

বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৪ দশমিক ৩৩,হবিগঞ্জে ৮৪ দশমিক ৬৩,মৌলভীবাজারে ৭৭ দশমিক ০৪ ও সুনামগঞ্জে ৮০ দশমিক ০২ শতাংশ।

এবারও ছেলেরা এগিয়ে

গত বছরের মতো এবারেও সিলেট বোর্ডে এসএসসির ফলে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ৩২ হাজার ৪১৩ জন ছেলে অংশ নিয়ে পাশ করেছে ২৬ হাজার ৯৬৬ জন। ছেলেদের পাশের হার ৮৩ দশমিক ২০ শতাংশ। পরীক্ষায় ৩৯ হাজার ৬১১ জন মেয়ে অংশ নিয়ে পাশ করেছে ৩১ হাজার ৯৬৬ জন। মেয়েদের পাশের হার ৮০ দশমিক ৭০ শতাংশ ।

বিজ্ঞানে ভাল ফল

সিলেট বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করেছে। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯৫ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী। এ বিভাগ থেকে ১৫ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৪৫৮ জন।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৯  দশমিক ২৮ শতাংশ ও মানবিক বিভাগে ৭৬ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শহরের স্কুল এগিয়ে

সার্বিক ফলে সিলেট বোর্ডের সেরা ২০ স্কুলের মধ্যে ১৮টি শহরে অবস্থিত। বাকি দুটির অবস্থান উপজেলা সদরে। সেরা স্কুলের তালিকায় ঠাঁই পায়নি মফস্বলের কোনো স্কুল। ভালো ফল করা স্কুলগুলোর মধ্যে সিলেটে ১০টি, মৌলভীবাজারে ৫টি, হবিগঞ্জে ৪টি ও সুনামগঞ্জের ১টি স্কুল রয়েছে।

শতভাগ পাস ৩৬ স্কুলে

পাসের হার ও জিপিএ-৫ কমলেও এবারে কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। পরীক্ষায় অংশ নেওয়া ৮১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টি প্রতিষ্ঠান শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।

কমেছে পাসের হার ও জিপিএ-৫

গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭ দশমিক ৪৬ শতাংশ আর জিপিএ-৫ কমেছে ৮৮৯টি।

গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৮২ শতাংশে। গতবার ৩ হাজার ৩৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।

কোন গ্রেডে কতজন উত্তীর্ণ

মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ১২ হাজার ৫৬ জন, এ মাইনাস গ্রেডে ১৪ হাজার ১৯ জন, বি গ্রেডে ১৭ হাজার ১০৭ জন, সি গ্রেডে ১২ হাজার ৭৪৩ জন ও ডি গ্রেডে ৫শ’৫৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সিলেট বোর্ডের সেরা ২০ স্কুল

পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিসহ ৬টি সূচকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি স্কুল হচ্ছে- সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের বিএফএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের স্কলার্স হোম, হবিগঞ্জের হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়, সিলেটের আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের শাহজালাল জামেয়া স্কুল, মৌলভীবাজারের রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, হবিগঞ্জের বিদুৎ উন্নয়ন বোর্ড স্কুল, সিলেটের বাংলাদেশ ব্যাংক স্কুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়।