মাগুরায় জাল ভোট দিতে গিয়ে শ্রীঘরে

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় আটক এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 08:48 AM
Updated : 30 May 2015, 08:48 AM

শনিবার বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর উপজেলার দরিবিলা কেন্দ্রে জসীম উদ্দিন নামে এই যুবককে আটক করা হয়।

মাগুরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরিবিলা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে ওই যুবক ধরা পড়েন।

“তখন ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।”

দণ্ড দেওয়ার পর জসীমকে জেল হাজতে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মাগুরা সদর উপজেলার নয়টি ও শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের মাগুরা-১ আসন গঠিত। টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের মোহাম্মদ সিরাজুল আকবর ৯ মার্চ মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়।

এই আসনের উপ-নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের উপ-নির্বাচনে মোট তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন ভোটার আছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন চারজন।

এরা হলেন- আওয়ামী লীগের এটিএম আব্দুল ওয়াহহাব (নৌকা), এনপিপির কাজী তৌহিদুল আলম (আম), বিএনএফর মুতাসিন বিল্লাহ রিফাত (টেলিভিশন) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় (সিংহ)।