চট্টগ্রামে ১৮ জামায়াতকর্মীসহ ২৭২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর ১৮ কর্মীসহ ২৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 07:49 AM
Updated : 30 May 2015, 07:49 AM

জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত লোহাগাড়া, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় ৬ হাজারের বেশি ইয়াবা, সাড়ে ৪শ লিটার চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়।

নাইমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে ২৪৪ জন বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

“এদের মধ্যে নাশকতার কয়েকটি মামলায় পরোয়ানাভুক্ত ১৮ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”

লোহাগাড়ার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃত জামায়াত-শিবির কর্মীদের মধ্যে ১০ জনকে লোহাগাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি খন্দকার ফরিদুল আলম জানান, সাতকানিয়া থেকে একাধিক নাশকতার মামলার আসামি জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও মানব পাচারকারী সন্দেহে বাঁশখালী থেকে এক ব্যক্তিকে আটক করা হয় বলে জানান বাঁশখালীর ওসি স্বপন কুমার মজুমদার।

সম্প্রতি চট্টগ্রামের প্রায় সব উপজেলায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এতে নাশকতাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত কয়েকশ’ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।