বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯৭.৬৬%

এসএসসি পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭২ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 05:01 AM
Updated : 30 May 2015, 05:01 AM

শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া ২৯৯ শিক্ষার্থীর মধ্যে ২৯২ জন পাস করেছে, পাসের হার ৯৭ দশমিক ৬৬ শতাংশ।

গত বছর এসএসসিতে বিদেশের সাতটি কেন্দ্র থেকে ৯৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে শূন্য দশমিক ৬৩ শতাংশ পয়েন্ট।

গত বছর বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেওয়া ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ৮২ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে এবার ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।