মানবপাচারের আন্তর্জাতিক তদন্ত দাবি

সমুদ্রপথে পাচারের শিকার অভিবাসীদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞের জড়িত অপরাধী চক্রকে শনাক্ত করতে  জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 03:49 PM
Updated : 29 May 2015, 03:49 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী পরিষদ সদস্য কে জি এম ফারুক এ দাবি জানান।

তিনি বলেন, সাগরপথে বিদেশগামী অভিবাসীদের ওপর চলা মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও নির্যাতন জন্য দায়ী দেশগুলো ও চক্রের বিচার ও তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মানবাধিকার রক্ষায় শুধু রাষ্ট্র ও মানবাধিকার কমিশন নয়, সব রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাজীবী সংগঠন বা দলসহ সকলকে সম্মিলিতভাবেই আজ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে।

সমুদ্র পথে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

সুপ্রর ভাইস চেয়ারপার্সন হোসনে আরা হাসির সভাপতিত্বে সংগঠনটির নির্বাহী পরিষদ সদস্য আবদুল আউয়ালসহ বেশ কয়েকজন নেতা অভিবাসী নির্যাতন নিয়ে কথা বলেন।