লিচু বোঝাই পিকআপসহ চালক ও ব্যবসায়ী নিখোঁজ

দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে লিচু বোঝাই একটি পিকআপসহ চালক ও এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 02:16 PM
Updated : 29 May 2015, 03:29 PM

এ ঘটনায় স্থানীয় র‌্যাব ক্যাম্পে অভিযোগ এবং দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান নিখোঁজ ব্যবসায়ী রেজওয়ান পারভেজের মা রাশেদা খাতুন।

রেজওয়ান দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাজিতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।  

রাশেদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দিনাজপুর শহরের হাউজিং মোড় থেকে এক দালালের মাধ্যমে একটি পিকআপ ভাড়া নেন তার ছেলে রেওয়ান পারভেজ ও তার ব্যবসায়ের অংশীদার মাহবুর রহমান।

সন্ধ্যায় চিরিরবন্দরের সুকদেবপুর থেকে ২৫ খাঁচা লিচু নিয়ে ঢাকার সাভারের উদ্দেশ্যে রওনা দেন তারা।

তিনি আরও বলেন, শুক্রবার ভোরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে ফোন করে জানায় তার ছেলের ব্যবসায়ের অংশীদার মাহবুরকে অচেতন অবস্থায় গাজীপুরের চন্দ্রায় পাওয়া গেছে।

বর্তমানে তাকে সেখানে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওই লোক জানান পারভেজের মাকে।

এরপর দুপুরে মাহবুরের সঙ্গে কথা বলে তার ছেলে রিজওয়ান নিখোঁজ রয়েছেন বলে জানতে পারেন বলে জানান রাশেদা খাতুন।   

মাহবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজওয়ান পিকআপের ভিতরে চালকের সঙ্গে ছিলেন এবং তিনি পিছনে লিচুর সঙ্গে ছিলেন।

শুক্রবার ভোরে তারা দুইজনই চালকের দেওয়া জুস খাওয়ার পর থেকে জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান মাহবুবুর।

চালক তাদের জুস খাইয়ে দিয়ে অচেতন করে পিকআপ থেকে ফেলে দিয়ে পালিয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ী মাহবুবুর।

এ ব্যাপারে দিনাজপুর র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব অভিযান শুরু করেছে।