নওগাঁয় যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের দুদিন পর নওগাঁর মহাদেবপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যার মুখ অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 01:51 PM
Updated : 29 May 2015, 01:51 PM

শুক্রবার দুপুরে মালাহার জাঙ্গাল পাইকড়তলা ধান ক্ষেতে জাহাঙ্গীর আলমের (৩৫) লাশ পাওয়া যায় বলে জানায় পুলিশ।

জাহাঙ্গীর আলম মালাহার দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্বজনরা দাবি করছেন।

মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বুধবার রাত ৯টার দিকে জাহাঙ্গীর বাড়ির পাশের মাছ চাষের পুকুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

দুপুরে ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসী।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের মুখ থেকে পেট পর্যন্ত ঝলসে দেওয়া হয়েছে। তবে, কীভাবে তাকে হত্যা করা হয় তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি সাইফুল আরও বলেন, নিহতের বাবা আফজাল হোসেন ও ভাই আবুল বাসার বকুলের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীরকে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।