হাজারীবাগে চাঁদার দাবিতে হামলা, গ্রেপ্তার ১

রাজধানীর হাজারীবাগে এক নির্মাণ ব্যবসায়ীকে মারধরের পর হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 12:07 PM
Updated : 29 May 2015, 12:07 PM

পুলিশ বলছে, গ্রেপ্তার শামসুদ্দিন মন্টুর (৪৫) বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার সকালে আসাদুর রহমান রিগান নামে এক নির্মাণ ব্যবসায়ী হাজারীবাগ থানায় মন্টুর বিরুদ্ধে একটি মামলা করেছেন বলে ওসি মাঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান।

পুলিশ বলছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর হাজারীবাগের মিতালী রোডের সড়ককুঞ্জ মোড় এলাকায় কয়েকজন সহযোগীকে নিয়ে চাঁদার দাবিতে রিগানকে হত্যার হুমকি দিয়ে ফাঁকা গুলি ছোড়ে মন্টু। এরপর ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।

নির্মাণ ব্যবসায়ী রিগানের ‘রাব্বিট ডেভেলপার’ নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর মিতালী রোডে নিজের অফিস থেকে বের হওয়ার পর কিছুদূর যেতেই সড়ককুঞ্জ মোড়ে মন্টুসহ কয়েক যুবক তার গতিরোধ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

“আমি টাকা দিতে রাজি হইনি। তখন তারা পিস্তলের বাট দিয়ে আমার মাথায় আঘাত করতে থাকে। কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।”

গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চাঁদাবাজদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড গুলি চালায় বলে ওসি মাঈনুল জানান।

তিনি বলেন, “এ সময় ঘটনাস্থল থেকে সহযোগীরা পালিয়ে গেলেও মন্টুকে আটক করে পুলিশ।”

ব্যবসায়ী রিগান বলেন, মারধরের শিকার হওয়ার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।