আসামি ধরতে গিয়ে এএসআই আহত

ফেনী শহরে নাশকতা মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 11:35 AM
Updated : 29 May 2015, 11:35 AM

বৃহস্পতিবার রাতে রামপুর এলাকায় এ ঘটনায় আহত হন ফেনী মডেল থানার এএসআই মো. আবু হানিফ। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার এসআই জিয়াউল হক জানান, পরোয়ানাভুক্ত এক আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে তিনি বিস্তারিত কিছু জানাতে অপারোগতা প্রকাশ করায় বিষয়টির বিস্তারিত জানা যায় আহত পুলিশের স্ত্রীর কাছে।

এএসআই আবু হানিফের স্ত্রী শারমিন আক্তার জানান, হানিফ ফোর্স নিয়ে নাশকতা মামলার এক আসামিকে ধরতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের রামপুর এলাকায় পাটোয়ারী বাড়িতে অভিযান চালান।

এ সময় পরোয়ানাভুক্ত এক আসামি এএসআই হানিফের মাথা, বুকে ও হাতে আঘাত করে পালিয়ে যায়।

পরে অপর পুলিশ সদস্যরা হানিফকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর আহত পুলিশ সদস্যকে দেখতে জেলা পুলিশ সুপার রেজাউল হক হাসপাতালে যান বলে জানান হানিফের স্ত্রী।

আহত আবু হানিফ নোয়াখালীর সেনবাগ এলাকার নুরুল হকের ছেলে।