কক্সবাজারে ৩ ‘মানব পাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে পুলিশের তালিকাভুক্ত তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 11:04 AM
Updated : 29 May 2015, 11:04 AM

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের মানবপাচার এবং থাইল্যান্ডসহ কয়েকটি স্থানে অভিবাসীদের গণকবর বের হওয়ার পর বর্তমান সময়ে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এর আগেও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানবপাচারকারী অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদেরমধ্যে কয়েকজন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

শুক্রবার গ্রেপ্তার হন সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের গুরা মিয়ার ছেলে আবুল কালাম (৩৫), কাটাবুনিয়া গ্রামের কালু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩০) এবং মৃত আব্দুল কাদেরের ছেলে গফুর উদ্দিন (২৬)।

ওসি বলেন, পুলিশের দুটি দল হারিয়াখালী ও কাটাবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে এই তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে।

“তাদের বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িতদের নিয়ে জেলা পুলিশের নতুন তালিকায়ও তাদের নাম রয়েছে।”

মানব পাচারের অভিযোগে আগের দায়ের করা মামলায় এ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি আতাউর।