সেতু ভেঙে বাস-ট্রাক খাদে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ বিচ্ছিন্ন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে একটি বেইলি সেতু ভেঙে দিনাজপুর-গোবিন্দগঞ্জ যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 07:44 AM
Updated : 29 May 2015, 01:59 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনায় একটি বাস ও চারটি ট্রাক নিচে পড়ে ১২ জন আহত হন।

দিনাজপুর, ফুলবাড়ী ও বিরামপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাতেই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত হোসেন শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনায় কেউ মার যাননি।”

স্থানীয় উদ্ধারকর্মী আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় দিক থেকে একসঙ্গে পাঁচটি গাড়ি ইছামতি নদীর উপর ওই বেইলি সেতুতে উঠলে সেটি ভেঙে পড়ে।

“এতে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচ, ফুলবাড়ী থেকে দিনাজপুরমুখী দুটি পাথর ও ধানের ট্রাক এবং একটি ট্রাক্টর সেতুর নিচে পড়ে যায়।”

আহতদের মধ্যে বাসের যাত্রী এবং ট্রাকের চালক ও তার সহকারীরা রয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয় বলে উদ্ধারকর্মীরা জানান।

দুর্ঘটনার পর ওই সড়ক দিয়ে যোগাযোগ বন্ধ থাকলেও বিকল্প পথে ঢাকার পথে যানবাহন চলছে  বলে লিয়াকত হোসেন জানান।