সিরাজগঞ্জে স্বামী খুন, স্ত্রী জখম

পূর্ব শত্রুতার জেরে সিরাজগঞ্জ সদরে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 03:38 PM
Updated : 28 May 2015, 03:38 PM

বৃহস্পিবার দুপুরে আগবয়রা গ্রামে নিহত ইউনুস আলী কালু (৫৫) ওই গ্রামের অমুল্লা শেখের ছেলে।

কালুর স্ত্রী মাজেদা বেগমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এক নারী ও সোরহাব উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গ্রামের জামে মসজিদে ঈদ-গা মাঠ তৈরি নিয়ে কালু ও তার প্রতিবেশী হাটবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজাবত আলী এবং বয়রা ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

দুপুরে সুজাবত ও বেলাল তাদের লোকজনসহ ধারালো অস্ত্র নিয়ে কালুর উপর হামলা চালান।

তারা কালুকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় তাকে বাঁচাতে এলে তার স্ত্রী মাজেদা বেগম আহত হন।

ওসি আরও জানান, সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে কালু মারা যান।

তার লাশ থানা হেফাজতে রয়েছে।

ঘটনার পর কালু ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় নিহতের বড় ভাই ফজলার রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।