পুনরায় খুলনায় সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

চার ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 02:44 PM
Updated : 28 May 2015, 06:05 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেল যোগাযোগ পুনরায় চালু হয় বলে জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার আমিনুল ইসলাম।

তিনি বলেন,“রিলিফ ট্রেনে এনে লাইনচ্যুত বগি তিনটি উদ্ধার কাজ শুরু করা হয়, পরে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু করা হয়।”

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগযোগ বন্ধ হয়ে যায়।

দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে চাল নিয়ে মালবাহী ট্রেনটি খালিশপুরের বৈকালী এলাকায় সিএসডি গোডাউনের দিকে যাচ্ছিল। রেলগেইট ও দৌলতপুর স্টেশনের মাঝামাঝি স্থানে মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এতে প্রধান লাইন ব্লক হয়ে পড়ায় সারাদেশের রেল যোগযোগ বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।