নির্বাচনী ব্যয়ের হিসাব জমার শেষ সময় শুক্রবার

তিন সিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হচ্ছে শুক্রবার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 02:39 PM
Updated : 28 May 2015, 02:39 PM

নির্ধারিত সময়ের মধ্যে যারা হিসাব দেবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইতোমধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ সিটির নির্বাচিত দুই মেয়র নির্বাচনী ব্যয় জমা দিয়েছেন বলে জানিয়েছেন তাদের ব্যক্তিগত সচিব।

ইসির উপ সচিব ও রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, গত ২৮ এপ্রিল ভোট হয় তিন সিটিতে, নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয় ৩০ এপ্রিল। সে হিসাবে ২৯ মের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় বিবরণী জমা দিতে হবে।

রিটার্নিং কর্মকর্তার কাছে ও ডাকযোগে ইসি সচিবালয়ে এ বিবরণী জমা দেওয়ার বিধান রয়েছে।

শুক্রবারের মধ্যে বিজয়ী-বিজিত সবাইকে তা জমা দিতে অনুরোধও করেন তিনি।

এখনও সব প্রার্থীর হিসাব বিবরণী জমা পড়েনি বলে জানান তিন রিটার্নিং কর্মকর্তা।

যথাসময়ে হিসাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হবে বলে উল্লেখ করেন তারা। বিধান লঙ্ঘনে সর্বোচ্চ সাত বছরের দণ্ড রয়েছে।

বুধবার ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও বৃহস্পতিবার দক্ষিণের মেয়র সাঈদ খোকন তাদের হিসাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন তাদের ব্যক্তিগত সচিবরা। দু’জনই নির্ধারিত সীমার মধ্যে ব্যয় বিবরণী দেখিয়েছেন বলে উল্লেখ করেন তারা।

তিন সিটিতে ৪৮ মেয়র প্রার্থীসহ ১,১৮৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তবে ঢাকা দক্ষিণের তিন কাউন্সিলরকে (১১ মে পুনভোটে নির্বাচিত) পরে দিতে হবে।