দিনাজপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

দিনাজপুরে মাদক রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 01:04 PM
Updated : 28 May 2015, 01:04 PM

বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সিদ্দিকুর রহমান (৪০) বিরল উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়।

একই মামলায় সিদ্দিকুরের স্ত্রী রেজিয়া খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতের এপিপি মেহেরুল ইসলাম মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ২০০৯ সালের ৩ মে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (সদর সার্কেল) সদস্যরা পুলিশসহ সিদ্দিকুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

ওই সময় সিদ্দিকুর ও তার স্ত্রী রেজিয়া খাতুনকে আটক করা হয়।

পরে বিরল থানায় পরিদর্শক মোজাফ্ফর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।