বকেয়া বেতনের দাবিতে কারখানায় ভাংচুর

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 12:55 PM
Updated : 28 May 2015, 12:55 PM

বৃহস্পতিবার দুপুরে সানারপাড় এলাকায় রপ্তানিমুখী ‘এএসও ফ্যাশন লিমিটেডে’ এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ মিছিল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা কারখানার জানালার কাঁচ, মেশিনপত্র ও আসবাবপত্র ভাংচুর চালায়।

খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ তাদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে টালবাহানা শুরু করেছে। কারখানা মালিক শামীম কয়েক দফা বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা করেননি।

শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক মো. আরেফিন বলেন, কারখানা মালিক শামীমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্রমিকরা যেন তাদের বেতন পায় সে চেষ্টা করা হচ্ছে।