রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণ: শাহ আলম ৩ দিনের রিমান্ডে

রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 12:03 PM
Updated : 28 May 2015, 12:03 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহী এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে দুপুরে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির ও এসআই মজিবুর রহমানের বিরুদ্ধে ওই কিশোরীর মায়ের করা আরেকটি মামলা খারিজ করে দেয় আদালত।

বুধবার রাতে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩ বছর ওই কিশোরী তার প্রতিবেশী শাহ আলমের (৫৫) বাড়ির গৃহকর্মী হিসেবে কাজের সময় একাধিকবার ধর্ষণের শিকার হন এবং অন্তস্বত্ত্বা হয়ে পড়েন বলে পরিবারের অভিযোগ।

পরে শাহ আলমের পরিবারের পরামর্শে এ মাসের শুরুতে রাঙ্গুনিয়ার মরিয়ম নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কিশোরীর গর্ভপাত ঘটানো হয়।

গত ৮ মে এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ করেন কিশোরীর মা। ওই রাতেই পুলিশ শাহ আলমকে আটক করলেও পরে স্থানীয় প্রভাবশালীদের চাপে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরদিন কিশোরীর ভাইকে আটক করে কিশোরীর মায়ের কাছ থেকে স্বাক্ষর নেওয়া এজাহারে তার ছেলেকেই ধর্ষণের মামলায় আসামি করা হয়।

এ ঘটনা নিয়ে এক রিট আবেদনের প্রেক্ষিতে গত সোমবার শাহ আলমকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাই কোর্ট। ওই দিনই চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন কিশোরীর মা।

এরপর বুধবার রাতে শাহ আলমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে আদালতে তোলে পুলিশ।