পাবনা মেডিকেলের ছাত্র নিখোঁজ

পাবনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করছেন সহপাঠীরা।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 10:58 AM
Updated : 28 May 2015, 10:58 AM

নিখোঁজ হওয়ার পর থেকে লুৎফর রহমান নামের ওই ছাত্রের দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ নেই বলে সহপাঠীরা জানিয়েছেন।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লুৎফর রহমান গত মঙ্গলবার কলেজ ছাত্রবাস থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে পরীক্ষার হলে যায়নি।

তিনি বলেন, লুৎফরের সহপাঠীদের ধারণা তাকে অপহরণ করেছে একটি চক্র।

এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বেলে জানান তিনি।

পাবনা মেডিকেল কলেজ ছাত্রাবাসে লুৎফরের রুমমেট শাহজাহান সিরাজ শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রাবাস থেকে বের হয়েও লুৎফর পরীক্ষার হলে উপস্থিত হয়নি।

কে বা কারা তাকে অপহরণ করেছে বলেও তারা দাবি করেন তিনি।

এ ঘটনার পর থেকে লুৎফরের দুইটি মোবাইল ফোন (নম্বর ০১৭৮৯-৩৮৮৪৪৫ ও ০১৯৪৭-৪৩৭৯৭৮) বন্ধ রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে শাহজাহান সিরাজ আরও বলেন, “সে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেনি।”

এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি আহসানুল হক বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে কাজ করছে।

নিখোঁজ ছাত্র অপহরণের শিকার হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।