ছিনতাইকারীর কবলে ভারতীয় হাই কমিশন কর্মকর্তা

রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়ে মোবাইল ফোন ও দরকারি কাগজপত্র খুইয়েছেন ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 10:33 AM
Updated : 28 May 2015, 10:33 AM

কল্যাণ কান্তি দাস নামে ভারতীয় হাই কমিশনের ওই কর্মকর্তা বুধবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কাছে ছিনতাইকারীর কবলে পড়েন বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান জানান।

কল্যাণ কান্তি দাস গণমাধ্যম ও সংস্কৃতি বিষয়ক সন্বয়কের দায়িত্বে রয়েছেন বলে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওসি মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যক্তিগত কাজ শেষে রিকশায় করে পান্থপথের বাসায় ফিরছিলেন কল্যাণ।

“দুই-তিনজন ছিনতাইকারী রিকশা আটকে তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে।  ব্যাগে হাই কমিশনের কিছু কাগজপত্র এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন ছিল বলে তিনি আমাদের জানিয়েছেন।”

ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।