কক্সবাজারে মানবপাচারকারী সন্দেহে আটক ৪

কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন চার মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 10:26 AM
Updated : 28 May 2015, 10:26 AM

বৃহস্পতিবার ভোরে সদর, উখিয়া ও টেকনাফ উপজেলা থেকে তাদের আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আটককৃতরা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়ার আলী আহমদের ছেলে খলিলুর রহমান (৩৮), টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৫) ও আবদুল হামিদ (৩০) এবং কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মোহাম্মদ জলিল।

কক্সবাজার সদর থানার এসআই আব্দুল কাইয়ুম জানান, মানবপাচারের অভিযোগে থাকা জলিল শহরের টেকপাড়া এলাকার নিজের বাসায় অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

এদিকে উখিয়ার বিভিন্ন এলাকায় পাচারের শিকার লোকজনের ক্ষুব্ধ স্বজনরা জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া থেকে ‘পাচারকারী’ খলিলুরকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে বলে জানান জেলা ডিবি পুলিশের এসআই ইমন কান্তি চৌধুরী।

অপরদিকে বৃহস্পতিবার ভোরে ‘চিহ্নিত মানবপাচারকারী’ সামাদ ও হামিদ নামে দুই ভাইকে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকা থেকে আটক করে পুলিশ।

টেকনাফ থানার পরিদর্শক আতাউর জানান, মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এ দুই ভাইয়ের বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।