ঢাকার উত্তরায় কলেজ ছাত্রকে ছুরি মেরে হত্যা

রাজধানীর উত্তরা এলাকায় এক কলেজ ছাত্রকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 08:21 AM
Updated : 28 May 2015, 08:21 AM

নিহত রিয়াজুল হাসান অনিক (১৯) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা উত্তরার ৭ নম্বর সেক্টরে।

অনিকের বাবা জসিম উদ্দিন ‘সাউথ ইস্ট ব্যাংকের’ কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ আলী জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ওই যুবকের মৃতদেহ থানায় নিয়ে আসে।

পরিবারের ভাষ্য, রাত ৮টার দিকে বাসার কাছেই অনিকের ওপর হামলা হয়। হামলাকারীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। আত্মীয়-বন্ধুরা স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় অনিকের।

পরে অনিকের বাবা-মাসহ স্বজনরা লাশ নিয়ে থানায় আসেন এবং হত্যা মামলা দায়ের করেন। পরে পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি বলেন, “ওই এলাকার তরুণদের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ সমস্যা আছে। এর জেরেই এক দলের সঙ্গে রাতের বেলা অনিক আর তার বন্ধুদের তর্ক হয়। একপর্যায়ে কেউ একজন অনিককে ছুরি মারে।”

তবে কারা এ হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি।