শ্রীপুরে ট্রেনের ধাক্কায় লিচু বিক্রেতা নিহত

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 08:13 AM
Updated : 28 May 2015, 08:13 AM

নিহত হুমায়ুন কবিরের (৩৩) বাড়ি শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। এলাকায় মৌসুমী ফল বিক্রি করতেন তিনি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মোতালেব জানান, বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল লাইনের পাশের ফলের বাজারে হুমায়ূন লিচু বিক্রি শেষে অসতর্কভাবে দাঁড়িয়েছিলেন। এসময় ঢাকা থেকে বাহাদুরাবাদগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেখান দিয়ে যাচ্ছিল।

“ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি লাইনের পাশে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথেই হুমায়ুন মারা যান।”

নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে বলেও জানান স্টেশন মাস্টার।

শ্রীপুর স্টেশন এলাকায় রেলের পাশে অবৈধ দোকানপাট বসানোর বিষয়ে স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলে তিনি ওই বিষয়ে কথা না বলেই দ্রুত টেলিফোন সংযোগ কেটে দেন।