কাপ্তাই  হ্রদে নেমে কলেজছাত্র নিখোঁজ

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 03:50 PM
Updated : 27 May 2015, 03:50 PM

নিখোঁজ গোলাম আহমেদ নেহাল রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর ধানমন্ডির এলাকার গোলাম কবীর ভুইয়াঁর ছেলে।

বুধবার সন্ধ্যার কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন বলে পুলিশ জানিয়েছে।

রাঙামাটি কতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, নেহালসহ চার বন্ধু রাঙামাটি শহরে বেড়াতে আসেন।

সন্ধ্যার পৌনে ৬টার দিকে তারা ঝুলন্ত সেতুর পার্শ্ববর্তী এলাকায় সাঁতার কাটতে নামেন। সাঁতার কেটে তিন বন্ধু একপাড় থেকে অন্য পাড়ে আসতে পারলেও নেহাল নিখোঁজ হয়ে যান।

অনেক খোঁজাখুঁজির পর নেহালকে না পেয়ে তার বন্ধুরা পর্যটন কর্তৃপক্ষকে খবর দেন।

পর্যটন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীকে খবর দেয়। তারা এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

রাঙামাটি সরকারি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পর্যটনের ঝুলন্ত সেতুর কিছু দূরের কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে গিয়ে ঢাকা থেকে বেড়াতে  আসা এক ছাত্র নিখোঁজ হয়েছে বলে বোট ঘাটের চালকরা জানিয়েছেন।