রাষ্ট্রপতির সঙ্গে নৌ বহিনী প্রধানের সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 03:23 PM
Updated : 27 May 2015, 03:23 PM

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে নৌ-বাহিনী প্রধানের সাক্ষাতের কথা জানান রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকের সময় নৌ-বাহিনী প্রধান তার সাম্প্রতিক লেবানন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

বাংলাদেশ নৌ বাহিনী লেবানন ও সিঙ্গাপুরে প্রশিক্ষণ করেছে বলেও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদেক জানান ফরিদ হাবিব।

তিনি জানান, যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’ এর মতো আরেকটি জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিচ্ছে। জাহাজটি আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে।

এই জাহাজের ফলে সমুদ্রে টহল শক্তিশালী হবে বল রাষ্ট্রপতিকে জানান নৌ বাহিনী প্রধান।

রাষ্ট্রপতি এসময় নৌ বাহিনীকে সমুদ্রে টহল জোরদার করার আহ্বান জানান। একইসঙ্গে সমুদ্র পথে চোরাচালান ঠেকাতে কোস্টগার্ডকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

এর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।

প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি রেড ক্রিসেন্ট সোসাইটির সেবামূলক কাজের পরিধি বাড়ানোর আহ্বান জানান।

সোসাইটির ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য হাবিবে মিল্লাতসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।