না’গঞ্জে বাসে গণধর্ষণ: আরেকজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনার ১৬ দিন পর বাসচালক চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 03:21 PM
Updated : 27 May 2015, 03:21 PM

বুধবার রাতে সোনারগাঁও থানা পুলিশ সাভার বাস্টস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চান্দু মিয়া আড়াইহাজার উপজেলার চরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

এ নিয়ে এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে বাস চালকের সহকারী রুবেলসহ বাসটিকে আটক করা হয়েছিল।

এই ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিকের বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় বাস চালক চান্দু মিয়াসহ চার জনের নামে মামলা দায়ের করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১১ মে রাতে রূপগঞ্জে অবস্থিত ‘ফকির ফ্যাশন’ পোশাক কারখানার এক নারী শ্রমিক কাজ শেষে রাতে কারখানার ভাড়া করা বাসযোগে বাড়ি ফেরার পথে চালকসহ চার জন তাকে ধর্ষণ করে।

পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা।

পরদিন সকালে আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বাস চালক চান্দু মিয়া এতদিন পলাতক ছিলেন। সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।