নিম্নমানের ওষুধ, কারখানা সিলগালা

নিম্নমানের ওষুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগে রংপুরে একটি ওষুধ কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 02:37 PM
Updated : 27 May 2015, 02:37 PM

বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালেদ সিদ্দিকী ‘মেডিকো ফার্মাসিউটিক্যালস’ নামের কারখানায় এ অভিযান চালান।

ওই সময় প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা এবং তত্ত্বাবধায়ককে ১০ হাজার টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট এবিএম খালেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘নিম্নমানের’ ওষুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল, এ সংবাদ পেয়ে বুধবার বিকালে মেডিকো ফার্মাসিউটিক্যালসে অভিযান চালানো হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ ট্যাবলেট ও ক্যাপস্যুল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেডিকো ফার্মাসিউটিক্যালস কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং কারখানার মালিক নজরুল ইসলাম শাহজাদাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারা ভোগ করতে হবে।

কোম্পানির মালিক ২৪ ঘণ্টার মধ্যে জরিমানা পরিশোধ না করলে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালেদ।

রংপুরের ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) নার্গিস আক্তার জানান, নিম্মমানের ওষুধ তৈরি করে বাজারজাত করার অভিযোগে ২০১২ সালের জানুয়ারিতেও ওই কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় সন্ধ্যায় প্রতিষ্ঠানটির মালিক ও তত্ত্বাবধায়কের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।