রাজশাহীতে বিপুল নকল সিগারেট ধ্বংস

রাজশাহীর পবা উপজেলায় একটি নকল সিগারেট কারখানা থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের সিগারেট আটকের পর ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 01:24 PM
Updated : 27 May 2015, 01:24 PM

বুধবার বাগসারা গ্রামে এ অভিযানের সময় নকল সিগারেট তৈরির কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।

র‌্যাবের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রাজশাহী র‌্যাবের উপ-অধিনায়ক মেজর কামরুজ্জামান বলেন, ওই কারখানায় গোল্ড লিফ, স্টার ও শফিক গোল্ড ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে বাজারজাত করার খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে কারখানার মালিক বোরহান উদ্দিনসহ শ্রমিকরা পালিয়ে যায়।

অভিযানের সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট, তামাক, ফিলটার ও কাগজ পাওয়া যায়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।

একই সঙ্গে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।