গরমে কাজ করার সময় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরে বুধবার প্রচণ্ড গরমে কাজ করার সময় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ও এক যুবকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 12:50 PM
Updated : 27 May 2015, 12:50 PM

এরা হলেন ফতুল্লার পঞ্চবটি এলাকার মাল্লা বাজারের মৃত লাল চাঁন মিয়ার ছেলে আবদুল কাদির (৬০) এবং বন্দরে বিআইডব্লিউটিসি কর্মচারী জাহিদুল ইসলাম (৩৫)।

নগরীর খানপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, সকালে ওই দুই জনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

তাদের সঙ্গে আসা লোকজনের বরাত দিয়ে ডা. সোহেল রানা বলেন, আবদুল কাদির তার বাসায় এবং জাহিদুল ইসলাম বন্দরে বিআইডব্লিউটিসিতে কাজ করার সময় ‘ঢলে পড়েন’। এরপর তাদের হাসপাতালে আনা হয়।

মৃত ব্যক্তিরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কি না তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

তাদের জীবিত অবস্থায় হাসপাতালে আনা গেলে তা বলা সম্ভব হতো। এখন ময়নাতদন্ত ছাড়া বিষয়টি কোনোভাবেই বলা সম্ভব নয়।

তবে, যে তাপদাহ চলছে তাতে তারা হিট স্ট্রোকে আক্রান্ত হলেও হতে পারেন বলে মন্তব্য করেন তিনি।