ফেনীতে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

ফেনী শহরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ তিন ব্যক্তিকে আটক করেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 11:59 AM
Updated : 27 May 2015, 11:59 AM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তারা দুই জনকে আটক করেছেন।

এরা হলেন শহরের রামপুর এলাকার আব্দুর রবের ছেলে মো. শিপন (৩৪) ও মধ্যম রামপুর হাফেজ উকিল পাড়া এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে ১০২টি ইয়াবা ট্যাবলেট, তিন কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির আট হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে, ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, শহরের রেলওয়ে কলোনির বামান পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ছাহেরা খাতুন পাখিকে (৫২) আটক করা হয়।

ছাহেরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর তালবাড়ি গ্রামের তেছাক আলীর স্ত্রী।

পুলিশ পরিদর্শক আজাদ বলেন, আটকরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।