ডাক্তারের চেম্বারে ‘ধর্ষণের পর হত্যা’

গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাক্তারের চেম্বার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 09:57 AM
Updated : 27 May 2015, 09:57 AM

কাশিয়ানী থানার এসআই মোশাররফ হোসেন জানান, বুধবার দুপুরে উপজেলার মাজড়া বাজারে পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম জাফরের চেম্বার থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

জাফর কাশিয়ানী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাব অ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার হিসেবে মাজড়া এলাকায় কর্মরত আছেন। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নিহত মাজেদা বেগম (৪৫) উপজেলার তিতা গ্রামের জাহিদ হায়দারের স্ত্রী।

এসআই মোশাররফ বলেন, “কয়েকদিন আগে মাজেদা বেগম ঢাকা থেকে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। প্রতিবেশী জাফরকে তিনি টাকা ধার দিয়েছিলেন। মঙ্গলবার রাতে কোনো এক সময় টাকা আনার জন্য তিনি জাফরের চেম্বারে যান।

“ঘটনাস্থলের পরিস্থিতি দেখে সন্দেহ করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।”

কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ এবং তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা জানা যাবে।