কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির সাজা পাওয়া এক আসামি অসুস্থ হয়ে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2015, 08:32 AM
Updated : 27 May 2015, 08:32 AM

মঙ্গলবার রাতে মারা যাওয়া ওই আসামির নাম মো. নুরুল ইসলাম হাওলাদার (৬২)। তার বাড়ি ঝালকাঠির রাজাপুর থানার বরমীকাঠি গ্রামে।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার সৈয়দ শাহ শরীফ জানান, নুরুল ইসলাম ঢাকার শ্যামপুর থানার একটি নারী নির্যাতন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৩ সাল থেকে তিনি এ কারাগারে ছিলেন।

বুধবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কারা কর্মকর্তা শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ৯টার দিকে নুরুল ইসলাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাজউদ্দীন মেডিকেলে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তাজউদ্দীন মেডিকেলের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, “সম্ভবত ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”